প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২২ ১৮:৫৩

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লো সেলসো

অনলাইন ডেস্ক
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লো সেলসো

পেশির চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। অস্ত্রোপচার করাতে হবে তার। পুরোপুরি সেরে উঠতে এক মাসের মতো সময় লাগবে। তার ক্লাব ভিয়ারিয়াল বিষয়টি নিশ্চিত করেছে।

লা লিগায় গত রবিবার অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন লো সেলসো। তখন ধারণা করা হচ্ছিল বিশ্বকাপের আগেই ফিট হবেন তিনি। কিন্তু তা আর হচ্ছে না।

২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি তার। কিন্তু এবার প্রেক্ষাপট ছিল ভিন্ন। আর্জেন্টিনা দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। বিশ্বকাপের মঞ্চে তাকে না পাওয়া আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা।

চোটে পড়া খেলোয়াড়দের নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, ‘যারা প্রথম ম্যাচ খেলার জন্য প্রস্তুত শুধু তাদেরকেই দলে রাখা হবে। ’ বিশ্বকাপের জন্য এখনো চূড়ান্ত দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। তবে সম্ভাব্য ২৬ জনের দল ভেবেই রেখেছেন স্কালোনি।

উপরে