প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২২ ১৯:১৯

পাকিস্তানের হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

অনলাইন ডেস্ক
পাকিস্তানের হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

ফাইনালে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচে ইংলিশরা জিতেছে ৫ উইকেটে। জয়টা এসেছে ৬ বল হাতে রেখেই।

ফিফটি হাঁকান বেন স্টোকস। ৪৯ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন ৫২ রানের হার না মানা দুরন্ত এক ইনিংস।

হ্যারি ব্রুকস এনে দেন ২০ রান। ওপেনার জস বাটলারের ব্যাট থেকে এসেছে ২৬ রান। মঈন আলী যোগ করেন ১৯। তাতেই ১৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৮ তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।

পাকিস্তানের হয়ে দুটি উইকেট শিকার করেন হারিস রউফ। একটি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান ও মোহাম্মদ ওয়াসিম।

লড়াইটা ছিল শিরোপা ছিনিয়ে নেয়ার। কিন্তু পাকিস্তানের ব্যাটিংয়ে ফাইনালের সেই প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। স্যাম কারানদের সামনে দাঁড়াতেই বেগ পেতে হলো তাদের। টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ১৪০ রানেই গুটিয়ে গেছে ক্যাপ্টেন বাবর আজমের দল।

পাকিস্তানের হয়ে শান মাসুদ করেন ব্যক্তিগত সর্বোচ্চ ৩৮ রান। আর বাবর আজম এনে দেন ৩২ রান। ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ১৫ রানের সঙ্গে দলীয় স্কোরে শাদাব খান যোগ করেন ২০ রান।

মেলবোর্নে ইংল্যান্ডের হয়ে স্যাম কারান একাই শিকার করেন ৩ উইকেট। দুটি উইকেট নেন আদিল রশিদ। একটি করে উইকেট পেয়েছেন বেন স্টোকস ও ক্রিস জর্ডান।

উপরে