হারের দায় নিজের কাঁধে নিলেন কেইন

কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ইংল্যান্ড। আল বাইত স্টেডিয়ামে শেষ আটের লড়াইয়ে ইংলিশদের ২-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচের ১৭তম মিনিটে ফরাসিরা এগিয়ে যাওয়ার পর ৫৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। ৭৮তম মিনিটে ফের পিছিয়ে পড়ে ইংল্যান্ড।
তবে এর ৪ মিনিট পরই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন কেইন। কিন্তু এবার আর পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি।
স্পট কিকটি গোলপোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন কেইন। হার নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। সেই হারের সব দায়ভার নিজের কাঁধে নিয়েছেন অধিনায়ক কেইন, ‘নিজের ও দলের দায় নেওয়া কঠিন। ছেলেদের নিয়ে গর্বের শেষ নেই। আমরা ভালো খেলেছি, ভালো সুযোগ তৈরি করেছি। কিন্তু ছোট্ট একটা মুহূর্ত আমাদের নিচে নামিয়ে দিয়েছে। অধিনায়ক হিসেবে ও পেনাল্টি মিস করা খেলোয়াড় হিসেবে আমি দায়ভার নিচ্ছি। ’
পেনাল্টি নেওয়ার সময় আত্মবিশ্বাসের ঘাটতি ছিল না বলে জানান কেইন, ‘আমি আত্মবিশ্বাসী ছিলাম। যেভাবে চেয়েছি সেভাবে প্রয়োগ করতে পারিনি। এটা এমন কিছু যা আমাকে মেনে নিয়ে বাস করতে হবে। দল খুব ভালো জায়গায় ছিল। আগামীর জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ’