আকাশী-সাদা জার্সি পরে ফাইনাল খেলবে আর্জেন্টিনা

আট বছর পর আরও একটি বিশ্বকাপ ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির সামনে বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ। প্রতিপক্ষ মহাশক্তিধর ফ্রান্স। তাই প্রস্তুতিতে কোনো খামতি রাখছে না মেসিবাহিনী।
এমনকী জার্সি নিয়েও তারা খুঁতখুতে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, চিরপরিচিত আকাশী-সাদা জার্সি পরে ফাইনাল খেলবে লিওনেল মেসির দল।
ফাইনালে আর্জেন্টিনার এই জার্সি নিয়ে একটা কাকতালীয় ব্যাপার আছে। ১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুটি ফাইনালেই সাদা-আকাশি জার্সিটি পরেছিল। দুইবারই তারা শিরোপা জিতে নেয়। কিন্তু ১৯৯০ ও ২০১৪ বিশ্বকাপ ফাইনালে তারা অ্যাওয়ে জার্সি গায়ে মাঠে নেমে রানার্সআপ হয়েছিল।
অন্যদিকে ফ্রান্স দলও তাদের নীল রঙ্গের হোম জার্সি পরে শনিবারের ফাইনালে মাঠে নামবে। এখন পর্যন্ত দুটি দলই দুইবার করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। ফ্রান্স তো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। আর আর্জেন্টিনা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল সেই ১৯৮৬ সালে। উল্লেখ্য, আগামী রবিবার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনাল।