ফাইনালের আগে ভাইরাসে আক্রান্ত ফ্রান্সের তিন তারকা

বিশ্বকাপের ফাইনালের আগে ফ্রান্স ক্যাম্পে ভাইরাসের হানা! ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি আদ্রিয়ান রাবিও এবং দাইয়ু উপামেকানো। ফ্রান্সের জন্য স্বস্তির খবর হচ্ছে সুস্থ হয়ে তাঁরা ফিরেছেন অনুশীলনে। কিন্তু নতুন করে তিনজন খেলোয়াড় আক্রান্ত হয়েছেন ভাইরাসে। এই তিন তারকা হচ্ছেন রক্ষণভাগের রাফায়েল ভারান ও ইব্রাহিম কোনাতে এবং ফরোয়ার্ড কিংসলে কোমান।
তাঁরা গতকাল অনুশীলন করেননি। তাঁদের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। তবে বিষয়টা খুব গুরুতর কিছু নয় বলে জানিয়েছেন কোলো মুয়ানি, ‘আমাদের শিবিরে অনেকেই সামান্য জ্বরে ভুগছে, তবে তেমন গুরুতর কিছু নয়। ’
বিশ্বকাপ শুরুর আগেই চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন করিম বেনজিমা। এই ফরোয়ার্ডকে ফ্রান্সে ফেরত পাঠিয়ে দেন কোচ দিদিয়ের দেশম। কিন্তু তাঁর এমন সিদ্ধান্ত ভালো লাগেনি স্বয়ং বেনজিমার। থাকতে চেয়েছিলেন বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গেই। কোচের সিদ্ধান্তে নাকি ক্ষুব্ধ ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। এমনটিই জানিয়েছে স্পেনের একটি সংবাদমাধ্যম লিবার্তাদ ডিজিটাল।
একই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ঊরুর চোট থেকে সেরে উঠতে চিকিত্সকরা তিন সপ্তাহ সময় বেঁধে দিলেও তার আগেই সুস্থ হয়ে উঠেছেন বেনজিমা। গত পরশু রিয়াল মাদ্রিদের হয়ে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন তিনি। বাতাসে গুঞ্জন ছিল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে খেলবেন বেনজিমা। তবে সেটি অবশ্য সম্ভব হচ্ছে না।