‘আমাদের দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত’
লিওনেল মেসির পেনাল্টি থেকে গোল, তারপর চোখ ধাঁধানো অ্যাসিস্ট থেকে অ্যাঞ্জেল ডি মারিয়ার জাল কাঁপানো- আর্জেন্টিনা যেন ট্রফি সহজেই জিতে গিয়েছিল। কিন্তু কিলিয়াম এমবাপ্পে ৯৭ সেকেন্ডের মধ্যে জোড়া গোল করে আর্জেন্টিনার হাড় কাঁপালেন।
খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে ওই ঝড় আর্জেন্টিনাকে ভেঙে দিয়েছিল। ২-২ গোলে সমতার পর অতিরিক্ত সময়ে খেলা গড়ালে তারা যেন ছন্দ হারায়। শেষ পর্যন্ত মেসি আবার এগিয়ে দিলেও লিড ধরে রাখতে পারেনি। বক্সের মধ্যে গনজালো মনতিয়েলের হ্যান্ডবলে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। টাইব্রেকারে সেই মনতিয়েলের গোলেই ৪-২ এ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
৩৬ মিনিটে দুই গোলে এগিয়ে থাকার পরও এমন ভোগান্তিতে পড়তে হবে বিশ্বাস হচ্ছিল না কোচ লিওনেল স্কালোনির। আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ সিজার লুইস মেনোত্তি, কার্লোস বিলার্দোর সঙ্গে নাম লেখানো স্কালোনি ম্যাচ শেষে বললেন, ‘এত নিখুঁত একটা খেলায় এত বেশি ভোগান্তি যে হবে, আমি বিশ্বাস করতে পারছিলাম না। অবিশ্বাস্য, কিন্তু এই দল সবকিছুর সাড়া ভালোভাবে দিলো। তারা যে কাজ করেছে, আমি গর্বিত। এটা দারুণ একটা দল। ড্রতে আজ যে ধাক্কা খেয়েছিলাম, এটা আপনাকে আবেগপ্রবণ করে তোলে। আমি সবাইকে বলবো উপভোগ করতে, এটা আমাদের দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত।’
১৯৭৮ ও ১৯৮৬ সালের পর ৩৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটালো আর্জেন্টিনা। এখন উচ্ছ্বাসে ভাসার পালা। দলের প্রশংসিত মিডফিল্ডার রদ্রিগো ডি পল বললেন, ‘আমি কখনও ভুলবো না এটা। আমাদের ভুগতে হয়েছিল কিন্তু আমরা জয়ের দাবিদার ছিলাম। গতবারের চ্যাম্পিয়নদের হারালাম, এই আনন্দ ভাষায় প্রকাশ করার নয়। আর্জেন্টিনায় জন্মে আমি গর্বিত এবং আজ আমরা বিশ্বে সবার উপরে।’

অনলাইন ডেস্ক