মেসিদের বরণ করতে প্রস্তুত আর্জেন্টিনা, বাঁধভাঙা উচ্ছ্বাস

দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিলেন লিওনেল মেসি। ফ্রান্সের বিপক্ষে সর্বকালের দুর্দান্ত ফাইনালে দুই গোল করে ও ম্যাচের নেতৃত্ব দিয়ে নিজের অধরা সোনালি ট্রফিটা ঘরে তোলেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে প্রথমার্ধে পেনাল্টি গোল করে এবং অতিরিক্ত সময়ে আবার জালে বল পাঠিয়ে মেসি অবশেষে ফুটবলের সবচেয়ে বড় পুরষ্কার বিশ্বকাপ আদায় করে নেন। ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গোটা বিশ্বে আর্জেন্টাইন ভক্তদের মাঝে উৎসব শুরু হয়েছে।
কাতারে শুরু হওয়া উৎসব আজ মহাউৎসবে পরিণত হতে যাচ্ছে আর্জেন্টিনায়, মেসিদের জন্মভূমিতে।
গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) আর্জেন্টিনার উদ্দেশ্যে সোনালি ট্রফি নিয়ে রওয়ানা হয়েছেন মেসি বাহিনী। আজ মঙ্গলবার ভোর রাতে আর্জেন্টিনায় পৌছেছে আর্জেন্টিনা টিম।
রাজধানী বুয়েনোস আইরেস-এ জড়ো হয়েছেন লাখ রাখ
এদিকে মেসিদের বরণ করে নিতে ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ন আয়োজনে ব্যস্ত রয়েছেন আর্জেন্টিনাবাসী। রাজধানী বুয়েনস আইরসে এবং সারা দেশে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে এই বরণ উৎসবে। নায়কদের বরণ করতে ভিড় করছেন অলি-গলি, মাঠে-প্রান্তরে, রাস্তায়-রাস্তায়। ইতিমধ্যে আর্জেন্টিনায় পোঁছেছে মেসিদের দল। ২৬ সদস্যের স্কোয়াড নিয়ে আর্জেন্টিনা দলটি যাত্রাপথে মিশর হয়ে রোমে পৌঁছে এবং সরাসরি বুয়েনস আইরসে এসে পৌঁছায়। স্থানীয় সময় রাত ৩ টার কাছাকাছি সময়ে বিমানটি আর্জেন্টিনায় অবতরণ করে। সেখান থেকে বিশ্বকাপ বিজয়ীদের একটি প্যারেড বাসে করে ইজিজা প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রীয় মিডিয়া এজেন্সি তেলাম জানিয়েছে, দলটি প্রথমে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ মাঠে রাত কাটাবে।
এদিকে জাতীর নায়কদের বরণের জন্য হাজার হাজার সমর্থকরা সোমবার প্রশিক্ষণ সাইটে আস্তানা গাড়ে। কেউ কেউ ঘাসের উপর কম্বল বিছিয়ে রেখেছেন আবার কেউ কেউ পিকনিক চেয়ারে কুলারের চারপাশে বসে আছেন। এভাবেই মেসিদের জন্য রাত জেগে অপেক্ষা করতে দেখা গেছে ভক্তদের। রাস্তায় রাস্তায় আর্জেন্টিনার পতাকা হাতে উৎসবে মেতেছেন হাজার হাজার মানুষ। স্মরণকালের সবচেয়ে বড় সংবধর্নায় আজ সিক্ত হবেন মেসি বাহিনী। দীর্ঘ ৩৬ বছর পর অধরা সোনালি ট্রফিটা এনে দিয়েছেন মেসি। জাতীর সর্বশ্রেষ্ঠ নায়ক হিসেবে আজকে মেসিকে একনজর দেখার অপেক্ষায় গোটা আর্জেন্টিনা।
সূত্র : সিএনএন, বুয়েনোস আইরেস টাইমস