প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২২ ১৯:২৬

আইপিএল ইতিহাসে পারিশ্রমিকের রেকর্ড গড়লেন কারান

অনলাইন ডেস্ক
আইপিএল ইতিহাসে পারিশ্রমিকের রেকর্ড গড়লেন কারান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড গড়লেন স্যাম কারান। শুক্রবার তাকে পাঞ্জাব কিংস কিনেছে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে। 

এর আগের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার বোলার ক্রিস মরিসের। তাকে গত বছরের নিলামে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছিল রাজস্থান রয়্যালস। 

এদিন নিলামের টেবিলে ঝড় তুলেন আরেক পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও। এই ক্রিকেটারকে ১৭ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

ভারতের কোচিতে শুক্রবার দুপুরে আইপিএলের আগামী আসরের নিলাম তোলা হয়। বড় অঙ্কের পারশ্রমিকে দল পান আরও দুই ইংলিশ ক্রিকেটার। 

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নেয় চেন্নাই সুপার কিংস। হ্যারি ব্রুককে ১৩ কোটি ২৫ লাখ রুপিতে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

নিলামের বাইরে সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড ছিল যৌথভাবে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ১৭ কোটি রুপি। নিকোলাস পুরানকে ১৬ কোটি রুপিতে নিয়েছে লক্ষ্নৌ সুপার জায়ান্টস।

এছাড়াও ভারতীয় ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়ালকে ৮ কোটি রুপি ও দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেনকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে ৫ কোটি ৭৫ লাখ রুপিতে দলে পায় রাজস্থান রয়্যালস, কেন উইলিয়ামসনকে ২ কোটি রুপিতে পেয়েছে গুজরাট টাইটান্স।

উপরে