প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১৬:১০

বাংলাদেশের আর্জেন্টিনা উন্মাদনাকে ‘সুন্দর’ বললেন মেসি

অনলাইন ডেস্ক
বাংলাদেশের আর্জেন্টিনা উন্মাদনাকে ‘সুন্দর’ বললেন মেসি

কাতারে চলছিল বিশ্বকাপ, সমানতালে চলছিল আর্জেন্টিনার উত্থান। নিজেদের সাফল্যের সঙ্গে আলবিসেলেস্তে ক্যাম্পে আলোচনায় ছিল বাংলাদেশের আর্জেন্টাইন প্রীতি। দূর দেশের ভক্তদের উৎসাহ উদ্দীপনা দেখে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেনি আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি থেকে শুরু করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ধন্যবাদ জানায়। এবার বাংলাদেশি ভক্তদের ভালোবাসার স্বীকৃতি দিলেন লিওনেল মেসি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম দিয়ারিও ওলে-কে দীর্ঘ এক সাক্ষাৎকার দেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। সেখানেই প্রশ্ন করা হয় বাংলাদেশের ভক্তদের উন্মাদনা দেখেছেন কি না। উত্তরে মেসি বলেন, ‘হ্যাঁ, আমি দেখেছিলাম। সব জায়গায় টি-শার্ট, যেমনটা সোফি (মার্তিনেজ) ফাইনালের আগে আমাকে বলেছিল। আর্জেন্টিনার ১০ নম্বর, মেসির জার্সি সারা বিশ্বে দেখতে পেয়েছি, এটা ছিল খুবই সুন্দর জিনিস।’

আর্জেন্টিনা প্রতি ম্যাচ জিতেছিল, আর বাংলাদেশি ভক্তদের হৈ হুল্লোড় হয়ে উঠেছিল আলোচনার বিষয়। আর্জেন্টাইন বেশ কিছু ফুটবল বিষয়ক সোশ্যাল মিডিয়া গ্রুপ সেসব ভিডিও শেয়ার করে। 

একই সাক্ষাৎকারে আর্জেন্টাইন গণমাধ্যমকে মেসি পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে বলেন, ‘বয়সের কারণে ২০২৬ সালে খেলা কঠিন হয়ে দাঁড়াবে। আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং যতদিন আমার মনে হবে ভালো অবস্থায় আছি এবং উপভোগ করছি, ততদিন খেলে যাবো। পরের বিশ্বকাপ হতে এখনও অনেক দিন বাকি, কিন্তু এটা নির্ভর করছে আমার ক্যারিয়ার কেমন চলছে তার ওপর।’ 

উপরে