শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে শাহিন আফ্রিদির বিয়ে সম্পন্ন
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে দুই বছর আগেই বাগদান সেরেছিলেন তারকা পেসার শাহিন আফ্রিদি। এর আগে থেকেই গুঞ্জন উঠেছিল- শহীদ আফ্রিদির জামাতা হতে যাচ্ছেন শাহিন আফ্রিদি। সেই গুঞ্জন এবার বাস্তবে রূপ নিল।
শুক্রবার শহীদ আফ্রিদির দ্বিতীয় মেয়ে আনশা আফ্রিদিকে বিয়ে করেছেন শাহিন। শুক্রবার করাচির জাকারিয়া মসজিদে গাঁটছড়া বাঁধেন তারা। বিয়ে পড়ানোর পর ডিএইচএ গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এই দম্পতির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহিন-আনশার বিয়েতে বসেছিল তারকার মেলা।
বাবর আজম, সরফরাজ আহমেদ, নাসিম শাহসহ আরো অনেক ক্রিকেটারই হাজির হয়েছিলেন শাহিনের দাওয়াতে। সাবেকদের মধ্যে ছিলেন শহীদ আফ্রিদির দীর্ঘদিনের সতীর্থ মোহাম্মদ হাফিজ।
গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই হাঁটুর ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন শাহিন। ইনজুরি থেকে ফিট হতে পুনর্বাসনপ্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এই পেসার। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে মাঠে ফিরবেন তিনি। বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সকে নেতৃত্ব দেবেন শাহিন।