ভূমিকম্পে তুরস্কের ফুটবলারের মৃত্যু

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে তুরস্কের ফুটবলার আহমেত ইয়ুপ তুরকাসলানের মৃত্যু হয়েছে। ইয়েনি মালত্যাসপোর ক্লাবের গোলরক্ষক ছিলেন আহমেত ইয়ুপ। তার মুত্যুর খবরটি নিশ্চিত করেছে মালত্যাসপোর ক্লাব কর্তৃপক্ষ।
ক্লাবটি টুইটারে লিখেছে, আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাসলান ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। আপনার শান্তি কামনা করি। আমরা আপনাকে ভুলব না।
তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইয়েনি মালত্যাসপোরে ২০২১ সালে যোগদানের পর ক্লাবটির হয়ে ছয়বার খেলেছেন ২৮ বছর বয়সী এ ফুটবলার।
উল্লেখ্য, ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৭ হাজার ৮০০ ছাড়িয়েছে। এর মধ্যে শুধু তুরস্কেই মারা গেছে পাঁচ হাজার ৮৯৪ জন মানুষ। আর সিরিয়ায় মারা গেছে এক হাজার ৯৩২ জন। এএফপি এই তথ্য জানিয়েছে।
সূত্র : বিবিসি, এএফপি