ভারতের দাপটের মুখে প্রথমদিনেই অসহায় অস্ট্রেলিয়া

প্রথম টেস্টে ভারতের কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। তৃতীয় দিনেই ইনিংস ও ১৩২ রানের ব্যবধানে হেরেছিল তারা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ শুক্রবার থেকে দিল্লি টেস্টে মাঠে নেমেছে তারা।
টস জিতে ব্যাট করতে নেমে ভারতের দাপটের মুখে আবারও এক প্রকার অসহায় আত্মসমর্পণ করেছে অজিরা। ৭৮.৪ ওভারে ২৬৩ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। জবাবে ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২১ রান তুলে প্রথম দিন শেষ করেছে ভারত। অস্ট্রেলিয়ার চেয়ে ২৪২ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। ক্রিজে আছেন রোহিত শর্মা ১৩ রানে ও লোকেশ রাহুল ৪ রানে।
তার আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫০ রান তুলে ভালো সূচনার ইঙ্গিত দেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। কিন্তু এরপরই সাজঘরে ফেরেন ওয়ার্নার। ৩ চারে ১৫ রান করে মোহাম্মদ শামির প্রথম শিকারে পরিণত হন।
সেখান থেকে খাজা ও মার্নাস ল্যাবুশেন দলীয় সংগ্রহকে নিয়ে যান ৯১ পর্যন্ত। এই রানে ল্যাবুশেন ফিরেন ৪ চারে ১৮ করে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে। নতুন ব্যাটসম্যান স্টিভেন স্মিথ এক বল পরেই অশ্বিনের বলে শ্রীকর ভরতের হাতে ক্যাচ দিয়ে ডাক মেরে ফিরেন।
ত্রাভিস হেডও বেশিক্ষণ টিকতে পারেননি। ১০৮ রানের মাথায় শামির দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১২ রানে। সেখান থেকে খাজা ও পিটার হ্যান্ডসকম্ব কিছুটা প্রতিরোধ গড়েন। ১৬৭ রানের মাথায় খাজাকে আউট করে এই জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। তবে খাজা ১২টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৮১ রানের দারুণ ইনিংস খেলে যান।
নতুন ব্যাটসম্যান আলেক্স ক্যারিকে অবশ্য রানের খাতা খুলতে দেননি অশ্বিন। দলীয় ১৬৮ রানে ফেরেন ক্যারি। এরপর হ্যান্ডসকম্ব ও অধিনায়ক প্যাট কামিন্স ৫৯ রানের জুটি গড়ে ৬ উইকেটে দলীয় সংগ্রহকে ২২৭ পর্যন্ত নিয়ে যান। কিন্তু এই রানেই ফিরতে হয় অধিনায়ককে। জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রান করে যান তিনি। এরপর দলীয় একই রানে টড মারফিকেও শূন্যরানে ফেরান জাজেদা।
এরপর ২৪৬ রানে নাথান লায়ন ব্যক্তিগত ১০ রানে এবং ২৬৩ রানে ম্যাথিউ কুহনিম্যান ৬ রান করে আউট হলে ইনিংসের যবনিকাপাত ঘটে অস্ট্রেলিয়ার। তবে হ্যান্ডসকম্বকে আউট করা যায়নি। তিনি ৯ চারে ৭২ রানে অপরাজিত থাকেন।
বল হাতে শামি ৬০ রানে নেন ৪টি উইকেট। আর ৩টি করে উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।