টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফিরলেন কামিন্স

হঠাৎ করে অস্ট্রেলিয়ায় ফিরে যেতে হলো প্যাট কামিন্সকে। ভারতে চার ম্যাচের টেস্ট সিরিজের মাঝপথে পরিবারের সদস্যের গুরুতর অসুস্থতার খবরে অজি অধিনায়ককে ফিরতে হলো দেশে।
আগামী ১ মার্চ ইন্দোরে হবে তৃতীয় টেস্ট। এই ম্যাচের আগে সময়মতো দলের সঙ্গে যোগ দেবেন কামিন্স। এই সপ্তাহের শেষ দিকে ফিরে আসবেন অজি পেসার।
কোনো কারণে যদি এই টেস্ট খেলতে না পারেন কামিন্স, তাহলে তার ডেপুটি স্টিভ স্মিথ অধিনায়কত্ব করবেন। ফাস্ট বোলারের অনুপস্থিতিতে ২০২১ সালের শেষ দিকে দুইবার অধিনায়ক ছিলেন তিনি।
২০২১-২২ এর অ্যাশেজ সিরিজে অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে কোভিড কন্টাক্টের কারণে সরে দাঁড়ান কামিন্স। কোয়াড ইনজুরিতে গত বছর একই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবারাত্রির টেস্ট খেলেননি তিনি। এই দুটি ম্যাচে নেতৃত্ব দেন স্মিথ।
দিল্লি টেস্টে একমাত্র পেসার হিসেবে একাদশে ছিলেন কামিন্স। যদিও চতুর্থ ইনিংসে কোনো বল করেননি তিনি। ইন্দোরে প্রয়োজনে তার ফাস্ট বোলিং বিকল্প হিসেবে আছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড।
ইন্দোরে দলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কামিন্স। এই ম্যাচে সম্ভবত খেলা হচ্ছে না ডেভিড ওয়ার্নারের। দ্বিতীয় টেস্টে কনকাশনে ভুগেছিলেন তিনি, এছাড়া বাঁ কনুইয়েও ফ্র্যাকচার ধরা পড়েছে তারা। সদ্য ভূমিষ্ঠ সন্তানকে দেখতে দেশে ফেরা স্পিনার মিচেল সুয়েপসনও দলের সঙ্গে যোগ দিচ্ছেন শিগগিরই।