ঢাকায় পৌঁছেছেন হাথুরাসিংহে

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করতে বাংলাদেশে পৌঁছেছেন চন্দিকা হাথুরাসিংহে। আজ সোমবার রাত ১০টা ২৬ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন হাথুরাসিংহে। তার অধীনে ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী দলে পরিণত হয় বাংলাদেশ। তবে কোচ হিসেবে বাংলাদেশ থেকে হাথুরার বিদায়টা মোটেও সুখকর ছিল না। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন। সেই ইতিহাস মাথায় রেখেই টেস্ট ও টি-টোয়েন্টিতে দলের পারফরম্যান্সের উন্নতির প্রত্যাশায় আগামী দুই বছরের জন্য তাকে কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় অধ্যায়ে হাথুরাসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট হবে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজটি। আগামী মাসে থ্রি লায়ন্সের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ইতোমধ্যেই ১৪ সদস্যের ওয়ানডে দলও ঘোষণা হয়ে গেছে।
ইংল্যান্ড ছাড়া ২০১৫ সাল থেকে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ হারেনি টিম টাইগার। ২০১৬ সালে একমাত্র ইংল্যান্ড দলই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছিল।