দল খারাপ করলেই বলা হয় ‘গ্রুপিং হচ্ছে’ : তামিম ইকবাল

ইংল্যান্ড সিরিজের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিস্ফোরক সাক্ষাৎকারে দেশের ক্রিকেটাঙ্গন এখন উত্তাল। বিসিবি সভাপতি বলেছিলেন, এই মুহূর্তে জাতীয় দলের বড় সমস্যা হলো গ্রুপিং। আর এই গ্রুপিং হচ্ছে দলের দুই সুপারস্টার তামিম ইকবাল আর সাকিব আল হাসানের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে। দুই বড় ভাইকে খুশি রাখতে ক্রিকেটাররাও নাকি দুই ভাগে ভাগ হয়ে গেছেন। আজ রবিবার সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে এ বিষয়ে কথা বলতেই হলো।
মিরপুর শেরেবাংলার সম্মেলনকক্ষে দলে গ্রুপিংয়ের অভিযোগ উড়িয়ে দেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘১৭ বছর ধরে খেলছি জাতীয় দলে। আমি বিভিন্ন সময় দেখেছি, পাঁচ বছর আগে, ১০ বছর আগে, ১৬ বছর আগেও যখন টিম ভালো খেলত না, তখনই এই টার্মটা (গ্রুপিং) কেন যেন ব্যবহার করা হতো। বিভিন্নভাবে, এই গ্রুপ সেই গ্রুপ, ওই গ্রুপ…। এটা শুধু বলার জন্য বলা না, আপনারা যারা আমাকে কাছ থেকে চেনেন, তারা জানেন আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি। আমি কোনো কিছু লুকিয়ে বলি না, কোনো কিছু কম রেখে বলি না, যা বলব সোজা বলব। সেটা আপনার পছন্দ হোক বা না হোক।’
তামিম আরো বলেন, ‘আমি ১৬ বছর আগেও গ্রুপিং দেখিনি, ১০ বছর আগেও দেখিনি, এখনো দেখি না। শেষ ছয় মাসে আমি দলে ছিলাম না, এই জিনিসটা (গ্রুপিং) যদি ছয় মাসের মধ্যে শুরু হয়, তা আমি জানি না। আমি যে গত তিন-চার দিন ধরে ড্রেসিংরুমে আছি, এর মাঝে কোনো কিছু দেখিনি। সবাই উপভোগ করছে। সবাই মিলে মজা করছি। বিপিএলে কী হয়েছে না হয়েছে এসব নিয়ে আলোচনা হয়েছে। সামনে কী হবে না হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে যখন দল ভালো করে না, তখনই এই জিনিসটা (গ্রুপিং) উঠে আসছে। একটা টিম যখন ভালো করছে, আগেও আমি এটা দেখি নাই, এখনো দেখি না। আমি যত দূর জানি, সব কিছু ঠিক আছে।’