প্রকাশিত : ১১ মে, ২০২৩ ১৪:১২

চলে গেলেন পাঁচ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার

অনলাইন ডেস্ক
চলে গেলেন পাঁচ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার

প্রথম ফুটবলার হিসাবে পাঁচটি বিশ্বকাপে খেলা আন্তনিও কারভাহাল মারা গেছেন। মেক্সিকোর এই সাবেক গোলরক্ষক মঙ্গলবার প্রয়াত হয়েছেন ৯৩ বছর বয়সে। মেক্সিকো ও বিশ্ব ফুটবলের আইকন কারভাহাল ‘টোটা’ নামে পরিচিত ছিলেন।

তিনি মেক্সিকোর হয়ে ১৯৫০ (ব্রাজিল), ১৯৫৪ (সুইজারল্যান্ড), ১৯৫৮ (সুইডেন), ১৯৬২ (চিলি) ও ১৯৬৬ (ইংল্যান্ড) ফিফা বিশ্বকাপে খেলেছিলেন। দীর্ঘ ৩২ বছর তার গড়া এই রেকর্ড অক্ষুণ্ন ছিল। ১৯৯৮ বিশ্বকাপে জার্মান মিডফিল্ডার লোথার ম্যাথিউস সেই রেকর্ডে ভাগ বসান।

মেক্সিকো জাতীয় দলের হয়ে ৪৭ ম্যাচ খেলেছিলেন কারভাহাল।

উপরে