আমরা চ্যাম্পিয়ন হবো এটা নক্ষত্রের গায়ে লেখা ছিল

প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার রাতে ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফাইনালে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে স্বপ্নের শিরোপা জিতে নেয় পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচ শেষে গার্দিওলা জানিয়েছেন তারা যে শিরোপা জিতবেন সেটা নক্ষত্রের গায়ে লেখা ছিল।
শিরোপা জেতার পর তিনি বলেন, ‘এটা আসলে একটা আবেগের বিষয়। একটা স্বপ্ন সত্যি হওয়ার গল্প। আজ মাঠে যারা উপস্থিত তারা এই শিরোপার জন্য অপেক্ষা করছিল। কতো বছর ধরে অপেক্ষা করছিল আমি জানি না।
আর্সেনালকে পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের মধ্য দিয়ে ম্যানসিটির মোমেন্টাম শুরু হয়েছিল। এমনটাই বলেছেন পেপ, ‘মোমেন্টামটা আসলে শুরু হয়েছিল প্রিমিয়ার লিগের শিরোপা জেতার মধ্য দিয়ে। এরপর এফএ কাপের শিরোপা জিতে সেটা আরও পোক্ত হয়। আর চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে সেটা আমরা সম্পন্ন করলাম। এই ট্রফিতা জেতা আসলে খুবই কঠিন কাজ। আমরা জানতাম এখানেও ভিন্ন কিছু হবে না। কারণ, ইন্টার মিলান ভালো দল।’
তিনি আরও বলেন, ‘এই প্রতিযোগিতাটা আসলে টসের কয়েনের মতো- এপিঠ ওপিঠ। সেখানে আমরাও ছিলাম। আমার মনে হয় এটা নক্ষত্রের গায়ে লেখা ছিল যে আমরা চ্যাম্পিয়ন হবো। এবারের শিরোপাটা আমাদের হবে। এবং আমরা সেটা জিততে পেরেছি।’
‘আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। ফাইনাল ফাইনালের মতোই হয়েছে। আসলে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা, ট্রেবল জেতা খুবই কঠিন কাজ। আমরা কিভাবে জিতলাম সেটা আজ মুখ্য নয়। আমরা জিতেছি এটাই মুখ্য।’ – যোগ করেন তিনি।