ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন জকোভিচ

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫ (৩-০ সেটে) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সার্বিয়ান টেনিস তারকা রজার ফেদেরার। এর মধ্য দিয়ে গড়েছেন নতুন এক ইতিহাস। কিংবদন্তি রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে পেছনে ফেলে জিতে নিলেন সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ড স্লাম। পুরুষদের সিঙ্গলসের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম এখন জকোভিচের দখলে।
চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতে ছুঁয়েছিলেন রজার ফেদেরার ও রাফায়েল নাদালদের। আর ফ্রেঞ্চ ওপেন জিতে ছাড়িয়ে গেলেন তাদের দুজনকে। অবশ্য তাদের দুজনের অভিনন্দন বার্তাও পেয়েছেন তিনি।
ফরাসি ওপেনে গত বছরও রানার্স-আপ হয়েছিলেন ক্যাসপার রুড। সেবার হেরেছিলেন ক্লে কোর্টের রাজা খ্যাত নাদালের কাছে। এবার হারলেন জকোভিচের কাছে। যদিও ফাইনালে দুটি সেটে জকোভিচের বিপক্ষে দারুণ লড়াইয়ও করেন তিনি। প্রথম সেটটি নিয়ে যান টাইব্রেকার পর্যন্ত। পরের সেটে সুবিধা করতে পারেননি। কিন্তু তৃতীয় সেটে দারুণ লড়াই করেন। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ পর্যন্ত হেরে যান সরাসরি সেটে।
জকোভিচের ঝুলিতে জমা হয়ে গেল রেকর্ড ২৩টি মেজর শিরোপা। এ বছর আরও দুটি গ্র্যান্ড স্লাম বাকি রয়েছে। বছর শেষে তিনি কোথায় গিয়ে দাঁড়ান দেখার বিষয়।