সৈয়দপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনুর্ধ্ব-১৭) -২০২৩ শুরু হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসন উপজেলা ক্রীড়া সংস্থা সহযোগিতায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই টুর্নামেন্টের আয়োজন করেছে।
শুক্রবার (১৬ জুন) বিকেলে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফয়সাল রায়হান।
উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আজমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আহসান উদ্দিন বাদল, কোষাধ্যক্ষ বদিয়ার রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় সৈয়দপুর পৌরসভা ফুটবল দল ১-০ গোলে বাঙ্গালীপুর ইউনিয়ন দলকে পরাজিত করেছে। জয়সূচক গোলটি করেন পৌরসভা দলের নুরনবী।
অন্যদিকে, দ্বিতীয় খেলায় কামারপুকুর ইউনিয়ন দল অংশ না নেয়ায় খাতামধুপুর ইউনিয়ন দল ওয়াকওভার পেয়েছেন। দুইটি খেলায় রেফারির দায়িত্ব পালন করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা ) মো. শরিফুল ইসলাম। সহকারী রেফারি ছিলেন মো. গোলাম মোস্তফা ও ব্রজেন রায়।
আজ শনিবার টুর্নামেন্টর সেমিফাইনালে সৈয়দপুর পৌরসভা বনাম কাশিরাম বেলপুকুর ইউনিয়ন দল এবং বোতলাগাড়ী বনাম খাতামধুপুর ইউনিয়ন দল অংশ নেবে।