৮৯ বছরের সবচেয়ে বড় টেস্ট জয়

৫ উইকেট পেতে পেতেও পাওয়া হলো না তাসকিন আহমেদের। আফগানিস্তানের লেজের ব্যাটসম্যান জহির খানকে আউট করার দুইবার সুযোগ হয়েছিল। কিন্তু ভাগ্যদেবী সঙ্গে না থাকায় তাসকিনের পকেটে ঢুকেনি উইকেট। প্রথমবার তাসকিনের লেন্থ বল উইকেটে পেছনে যায়। বাংলাদেশের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার আঙুলও তোলেন।
প্রথমবার টেস্টে ফাইফারের আনন্দে সিজদা করে উদযাপনও করেন দ্রুতগতির বোলার। কিন্তু অতিথি দল রিভিউ নিলে তাসকিনের অপেক্ষা বাড়ে। পরের বলই ছিল ফুলটস। বল সোজা আঘাত করে স্টাম্পে। এবারও তাসকিনের উদযাপন। কিন্তু আম্পায়ার হাই নো দেখার জন্য টিভি আম্পায়ারের সাহায্য নেন। তাতে আবারও অপেক্ষা বাড়ে তাসকিনের। ওই ওভারের শেষ বল ছিল তার ৫ উইকেট পাওয়ার শেষ সুযোগ।
কিন্তু তার শর্ট বলে এবার আহত তাসকিন। জহির খান উইকেট থেকে সরে বল উড়াতে গেলে কনুইয়ে আঘাত পান। সেখানেই শেষ হয়ে যায় বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট। ব্যাটিং করার অবস্থায় না থাকায় মাঠ ছাড়েন আফগানিস্তানের শেষ ব্যাটসম্যান। বাংলাদেশ তাতে নিশ্চিত করে নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়। ৫৪৬ রানের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ। যা রানের হিসেবে সবচেয়ে বড় জয়।
২০০৫ সালে জিম্বাবুয়েকে চট্টগ্রামে ২২৬ রানে হারিয়েছিল বাংলাদেশ। এদিকে ৫৪৬ রানের জয় টেস্ট ক্রিকেটে শেষ ৮৯ বছরে সবচেয়ে বড়। ১৯৩৪ সালে অস্ট্রেলিয়া দ্য ওভালে ইংল্যান্ডকে ৫৬২ রানে হারিয়েছিল। যদিও এটা টেস্ট ক্রিকেটে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় নয়। ১৯২৮ সালে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারিয়েছিল।
যা এখানো টেস্ট ক্রিকেটে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জয়। মিরপুরে বাংলাদেশের কীর্তি রানের ব্যবধানে জয়ের তালিকায় রয়েছে তৃতীয় স্থানে। বিরাট এ জয়ে চার বছর আগের হারের প্রতিশোধ দারুণভাবে নিল বাংলাদেশ। ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তান বাংলাদেশকে ২২৪ রানে হারিয়েছিল। সাকিব, তামিমকে ছাড়া লিটন অ্যান্ড কোং অতিথিদের বড় ধাক্কাই দিল।