আবারও টাইব্রেকার জিতে নবমবার চ্যাম্পিয়ন ভারত

সাফ চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশিয়ার দলগুলোর টুর্নামেন্ট। কিন্তু এই টুর্নামেন্টে বৈচিত্র আনতে এবং দক্ষিণ এশিয়ার দলগুলোর শক্তিমত্তা পরখ করতে প্রথমবারের মতো যুক্ত করা হয় লেবানন ও কুয়েতের মতো শক্তিশালী দলকে। দল দুটি গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হলেও একটিকে সেমিফাইনালে এবং অন্যটিকে ফাইনালে হারতে হয় ভারতের কাছে।
সেমিফাইনালে লেবাননকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে আসে ভারত। এরপর মঙ্গলবার রাতে ফাইনালে কুয়েতকে সাডেন ডেথে ৫-৪ ব্যবধানে হারিয়ে রেকর্ড নবমবারের মতো শিরোপা জিতে নেয় ব্লু টাইগাররা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয়। ম্যাচের ১৪ মিনিটে কুয়েতের শাবাইব আল-খালদি গোল করে এগিয়ে নেন দলকে। এরপর ৩৮ মিনিটের মাথায় ভারতের লালিয়ানজুয়ালা গোল করে সমতা ফেরান। এই সমতা নিয়ে শেষ হয় ৯০ মিনিটের খেলা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও ভাঙে না ১-১ গোলের সমতা। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে কুয়েত প্রথম শটটিই মিস করে। অন্যদিকে ভারত মিস করে চতুর্থ শটটি। পঞ্চম শটে উভয় দল গোল করলে ৪-৪ এ সমতা বিরাজ করে। এরপর ম্যাচ চলে যায় সাডেন ডেথে। সেখানে ভারতের নওরেম মাহেশ সিং গোল করেন। অন্যদিকে কুয়েতের অধিনায়ক হাইজাহর নেওয়া শট রুখে দেন ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। তাতেই চ্যাম্পিয়ন হয়ে যায় ব্লু টাইগাররা। গুরপ্রীত অবশ্য লেবাননের বিপক্ষের ম্যাচেও টাইব্রেকারে শট ঠেকিয়ে পার্থক্য গড়ে দিয়েছিলেন। ফাইনালেও তিনি হিরো বনে গেলেন শট ঠেকিয়ে।
এবারের আসরে দীর্ঘ ১৪ বছর পর সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। কিন্তু কুয়েতের কাছে ম্যাচের অতিরিক্ত সময়ে (১০৫+২) গোল হজম করে ১-০ ব্যবধানে হেরে বিদায় নেয়। তবে বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো টুর্নামেন্টের সেরা হয়েছেন। অর্থাৎ তিনি এখন দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক।