আইরিশদের বিপক্ষে ভারতের সিরিজ জয়

স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিল ভারত। রবিবার রাতে ডাবলিনের মালাহাইডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৩ রানের বড় জয় পেয়েছে জসপ্রিতি বুমরাহর দল। ভারতের দেওয়া ১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আইরিশরা করতে পেরেছে ৮ উইকেটে ১৫২ রান।
আইরিশ ওপেনার অ্যান্ডি বালবিরনি ৭২ রানের ইনিংস খেলেন।
দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে মার্ক অ্যাদায়েরের ব্যাট থেকে। এছাড়া কুর্তিস ক্যাম্ফার ১৮ রান করেন। ভারতের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন বুমরাহ, প্রশিদ্ধ কৃষ্ণা ও রবি বিষ্ণোই। এর আগে, টস হেরে ব্যাট করতে নামে ভারত।
৩ দশমিক ৪ ওভারে ২৯ রান আসে উদ্বোধনী জুটি থেকে। ১১ বলে ১৮ রান করে আউট হন জসস্বী জয়সওয়াল। তিলক ভার্মা আউট হন মাত্র ১ রান করে। এরপর তৃতীয় উইকেটে ঋতুরাজ গায়কোয়াদ ও সাঞ্জু স্যামসন ৭১ রানের দারুণ এক জুটি গড়েন।
২৬ বলে ৪০ রান করেন স্যামসন, আর গায়কোয়াদ সাজঘরে ফিরেন ৪৩ বলে ৫৮ রানের ইনিংস খেলে। ২১ বলে ৩ ছক্কা ও ২ চারে ৩৮ রান করে আউট হন রিঙ্কু সিং।
ভারত সিরিজ জিতে যাওয়ায় তৃতীয় টি-টোয়েন্টিটি পরিণত হয়েছে নিয়মরক্ষার ম্যাচে। আগামী বুধবার ডাবলিনেই অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি।