দেশকে বিশ্বকাপ জিতিয়ে কারমোনা জানতে পারলেন, তার বাবা আর নেই

ইংল্যান্ডকে হারিয়ে মেয়েদের বিশ্বকাপ শিরোপা জিতে নিয়েছে স্পেন। রবিবার সিডনির অলিম্পিক পার্ক স্টেডিয়ামে ৭৬ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ফাইনালের একমাত্র গোলটি করেন স্পেন অধিনায়ক ওলগা কারমোনা। দেশকে বিশ্বকাপ জিতিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। এই আনন্দের রেশ থাকতেই অস্ট্রেলিয়ায় বসে তিনি জানলেন, পৃথিবী থেকে চলে গেছেন তার বাবা!
শিরোপা উদযাপনের পরই স্পেন ফুটবল ফেডারেশন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, ‘রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে ওলগা কারমোনার বাবার মৃত্যুর খবর।
বিশ্বকাপ ফাইনালের পর এই খবর তিনি জানতে পেরেছেন। ওলগা ও তার পরিবারকে আমরা গভীর সমবেদনা জানাই। আমরা তোমাকে ভালোবাসি, স্পেনের ফুটবলে তুমি ইতিহাস।’
কারমোনা বিশ্বকাপ মেডেলে চুম্বনের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন।
ক্যাপশনে প্রয়াত বাবার উদ্দেশে তিনি লিখেছেন, ‘আমি জানতাম না আজ কী ঘটতে যাচ্ছে। সেটা না জেনেই খেলতে নেমেছিলাম। আমি জানি যা কিছু অর্জন করেছি তার পেছনে তুমিই শক্তি। আমি জানি যে, আজ রাতে তুমি আমাকে দেখেছো এবং আমার জন্য তুমি গর্বিত। শান্তিতে ঘুমাও, বাবা।’