প্রথম ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামবে পাকিস্তান

এবারের এশিয়া কাপের অন্যতম ফেভারিট দল পাকিস্তান। নিজেদের মাটিতে অনুষ্ঠিতব্য আসরে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের বেশ আগেভাগেই একাদশ ঘোষণা করলো বাবর আজমের দল। প্রথম ম্যাচে নিজেদের সেরা দল নিয়েই মাঠে নামবে তারা।
ইতিহাস কিংবা পরিসংখ্যান, দুই দিকেই পাকিস্তানের তুলনায় যোজন যোজন পিছিয়ে আছে হিমালয়ের দেশ নেপাল। তবে পিছিয়ে থাকলেও নেপালকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান। প্রথম ম্যাচের একাদশেই সেটা স্পষ্ট। উদ্বোধনী ম্যাচের জন্য শক্তিশালী দলই দিয়েছে স্বাগতিকরা।
প্রথম ম্যাচে নিজেদের চেনা দল নিয়েই নামবে সবুজ জার্সিধারীরা। দলে তেমন কোনো পরিবর্তন নেই। আজ মুলতান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
পাকিস্তান একাদশ:
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।