আবারও জরিমানা দিতে হল বাবর আজমকে
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমকে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং লেন লঙ্ঘনের জন্য সোমবার তাকে জরিমানা করা হয়।
ট্রাফিক পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে জিও নিউজ জানিয়েছে। এতে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর লাহোরের গুলবার্গে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ককে ২,০০০ রুপি জরিমানা করা হয়।
পুলিশ কর্মকর্তারা বলেছেন, বাবরকে প্রথমে লেন লঙ্ঘনের জন্য থামানো হয়েছিল, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায়- লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছিলেন তিনি।
আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপে যখন পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় দলের অধিনায়ক, তার ঠিক কিছু দিন আগে এমন অস্বস্তির মধ্যে পড়লেন বাবর।
এর কিছু দিন আগেই শাস্তির মুখে পড়েছিলেন তিনি। গাড়িতে নির্ধারিত মাপের থেকে ছোট নম্বর প্লেট লাগানোয় জরিমানা দিতে হয়েছিল পাকিস্তানি অধিনায়ককে।
ওই সময় লাহোরের লিবার্টি চকে তার গাড়ি আটকে ছিলেন শুল্ক দপ্তরের কর্মকর্তারা। তখন গাড়ির কাগজ ও লাইসেন্স খতিয়ে দেখা হয়। সেবার নির্ধারিত মাপের থেকে ছোট নম্বর প্লেটের জন্য জরিমানা দিতে হয় তাকে। সেই সঙ্গে বাবরকে অবিলম্বে গাড়ির নম্বর প্লেট পাল্টানোর পরামর্শও দেওয়া হয়েছিল।