শেষ মুহুর্তের নাটকীয়তায় ম্যানইউর জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে এবার শুরুটা মোটেও ভালো হয়নি লিগ ইতিহাসের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেডের। শেষ চার ম্যাচে জিতেছিল কেবল একটিতে। সাত ম্যাচ শেষে নেমে যায় পয়েন্ট তালিকার ১০ নম্বরে। ১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথম সাত ম্যাচ শেষে এটাই সবচেয়ে বাজে অবস্থান প্রিমিয়ার লিগের ১৩ শিরোপা জয়ী দলটির।
সেখান থেকে জয়ের ধারায় ফেরা তাদের জন্য একরকম আবশ্যক হয়ে দাঁড়িয়েছিল। ঘরের মাঠে টানা দুই ম্যাচ হারার পর এবার জয়ের দেখা পেল ইউনাইটেড। ম্যাচের ৯২ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর যোগ করা সময়ে স্কট ম্যাকটমিনের জোড়া গোলে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে তারা। শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ২৬তম মিনিটে মাথিয়াস ইয়েনসেনের গোলে এগিয়ে যায় সফরকারীরা।
এরপর থেকে একের পর এক আক্রমণ চালালেও জালের ঠিকানা খুঁজে পায়নি রেড ডেভিলরা। ম্যাচের ৯২ মিনিট পর্যন্ত নিজেদের জাল অক্ষত রাখে ব্রেন্টফোর্ড। ঐতিহাসিক এক জয়ের দিকে এগোচ্ছিল তারা। ১৯৩৭ সালের পর থেকে ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের প্রথম জয়ের অনেকটাই কাছে চলে গিয়েছিল দলটি। ম্যাচের ৮৭তম মিনিতে মরোক্কান মিডফিল্ডার সোফিয়ান আমরাবাতের বদলি হিসেবে মাঠে নামেন ম্যাকটমিনে।
এবং পরবর্তী ১০ মিনিটেই গড়েন ইতিহাস। ম্যাচের ৯৩তম মিনিটে সফরকারী দলের ডিফেন্ডারের এক ফিরতি বলকে জালে জড়িয়ে দলকে সমতা এনে দেন ম্যাকটমিনে। তার মিনিট তিনেক পরেই হ্যারি ম্যাগুয়ারের বাড়িয়ে দেয়া বলে দুর্দান্ত এক হেডে এবার দলকে এগিয়ে নিলেন এই ব্রিটিশ ফুটবলার। প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পরও জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। একইসাথে ক্লাবটির ইতিহাসে বদলি হিসেবে নেমে যোগ করা সময়ে জোড়া গোল করে জেতানো প্রথম খেলোয়াড়ও ম্যাকটমিনে। এই জয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১০ নম্বরেই রয়েছে এরিক টেন হাগের দল।