টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।সাকিবের জায়গায় দলে এসেছেন নাসুম আহমেদ। বাদ দেওয়া হয়েছে তাসকিন আহমেদকেও, তার জায়গায় এসেছেন হাসান মাহমুদ।এদিকে অপরিবর্তিত আছে ভারত একাদশ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ
টস
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে দুই দলের ম্যাচটি।
পরিসংখ্যান
ভারতের বিপক্ষে আজ ৪১তম ওয়ানডে ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। এর আগের ৪০ লড়াইয়ে যোজন যোজন এগিয়ে রয়েছে স্বাগতিক ভারত। রোহিতরা মোট ৩১টি ম্যাচে টাইগারদের পরাজিত করেছে। বিপরীতে বাংলাদেশের জয়ের সংখ্যা মাত্র ৮। এ ছাড়া দুদলের একটি ম্যাচ বাতিল হয়েছে।
তবে সবশেষ ৪ বারের সাক্ষাতে এগিয়ে রায়েছে টাইগাররা। সাকিবদের ৩ জয়ের বিপরীতে কোহলিদের জয় মাত্র একটি। গত নভেম্বরে দেশের মাটিতে ২-১ ব্যবধানে হারানোর পর এশিয়া কাপেও দারুণ এক জয় তুলে নেয় বাংলাদেশ।
বিশ্বকাপের পরিসংখ্যানেও এগিয়ে আছে শক্তিশালী ভারত। দুদলের চারবারের লড়াইয়ে একটি মাত্র জয় বাংলাদেশের। ২০০৭ সালে ক্যারিবিয়ান অঞ্চলে অনুষ্ঠিত আসরে ভারতকে উড়িয়ে দিয়েছিল টাইগাররা। ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে টাইগারদের হারায় টিম ইন্ডিয়া।