সাকিব থাকায় তাইজুল ছিলেন পার্শ্বচরিত্র হয়ে: হাথুরুসিংহে
সিলেটে নিউ জিল্যান্ডবধের নায়ক তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে একাই ১০ উইকেট নিয়ে কার্যত কিউইদের গুঁড়িয়ে দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। ঢাকা টেস্টের আগে তাইজুলের প্রসঙ্গ উঠতেই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বললেন, তাইজুল ছিলেন পার্শ্বচরিত্র হয়ে।
এই কথার ব্যাখ্যাও দিয়েছেন বাংলাদেশ কোচ, ‘তার (তাইজুলের) ওপর সাধারণত সেভাবে আলো পড়ে না কারণ আমাদের আরেকজন বিশ্ব মানের ক্রিকেটার আছে, সাকিব (আল হাসান)। বেশিরভাগ ম্যাচে তাকে (তাইজুল) পার্শ্বচরিত্র হিসেবে খেলতে হয়েছে। তবে তার রেকর্ড অসাধারণ। প্রায় দুইশ উইকেট তার।’
ঢাকা টেস্টের আগের দিন মঙ্গলবার (৫ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যেমের মুখোমুখি হন হাথুরুসিংহে। গণমাধ্যমকে সবার ব্যাপারে নিয়ে কথা বলা উচিৎ বলে মনে করেন এই কোচ।
‘যখন সে ভালো করে, আপনাদের (সংবাদমাধ্যম) সবার তার ব্যাপারে কথা বলা উচিত। তার ব্যাপারে আমরা নিজেদের মধ্যে অনেক কথা বলি। নিজের অনুশীলনের ব্যাপারে সে খুবই স্বচ্ছ ধারণা রাখে এবং যা করতে চায় সুনির্দিষ্টভাবে করে। মানসিকভাবে খুবই শক্ত সে।’
৪৩ ম্যাচে এখন পর্যন্ত তাইজুল নিয়েছেন ১৮৭ উইকেট। ১০ উইকেট নিয়েছেন ৪ বার। ৫ উইকেট ১৯ বার। বাংলাদেশের জার্সিতে টেস্ট উইকেট সংখ্যার বিচারে সাকিবের পরেই আছেন এই স্পিনার। ২০০ উইকেট হতে বাকি আর মাত্র ১৩টি! সর্বোচ্চ ২৩৩ উইকেট নিয়ে সবার উপরে আছেন সাকিব।
তার উন্নতির পেছনে রঙ্গনা হেরাথের অবদান দেখছেন প্রধান কোচ, ‘সে খুবই ধারাবাহিক। এই ম্যাচে (সিলেটে) আমি তার পরিপক্বতা দেখেছি। তার সঙ্গে রঙ্গনা হেরাথ অনেক ট্যাকটিক্যাল কাজ করেছে। সে যেভাবে ব্যাটসম্যানদের সেট-আপ করে, হেরাথের সঙ্গে অনেকটা মিল আছে। আমার মনে হয়, সে লম্বা সময় বাংলাদেশের হয়ে খেলবে।’