৩ উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলংকা
অনুমিতভাবেই বোলিংয়ে পরিবর্তন। শরীফুলের জায়গায় মোস্তাফিজ। দলে ফেরা মোস্তাফিজ সফল প্রথম ওভারেই। ভেতরের দিকে ঢোকা বলে পেছনের পায়ে ভর করে ডিফেন্ড করতে চেয়েছিলেন সামারাবিক্রমা। সফল হননি। ব্যাট ছুঁয়ে বল গেছে মুশফিকের হাতে। এ জুটি ইনিংস মেরামতের চেষ্টা করছিল। সামারাবিক্রমার আউটে সেটি থামে ২৬ রানেই।
এর আগে নিজের দুই ওভারে লংকান দুই ওপেনারকে ফিরিয়ে দেন তাসকিন। সব মিলিয়ে তিন উইকেট হারিয়ে অনেকটা চাপে পড়েছে শ্রীলংকা।
আজ ১০ ওভার শেষে সফরকারীদের রান ছিল ৩৯/২। অথচ প্রথম ওয়ানডের ১০ ওভাবে ৭১/১ এবং দ্বিতীয় ওয়ানডেতে ৬০/৩ করেছিল তারা। সর্বশেষ ১৬ ওভার শেষে শ্রীলংকার রান ৭২।
শ্রীলংকার একাদশ: আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেন।