প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৪ ১৩:৫১

মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে নামছে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে নামছে আর্জেন্টিনা

কোপা আমেরিকার ফাইনালে লিওনেল মেসির চোট দেখে শঙ্কা জেগেছিল। সেটা সত্যি প্রমাণিত হলো। এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক। তাতে একের পর এক ম্যাচ মিস করে যাচ্ছেন। এবার জাতীয় দলকেও দিলেন দুঃসংবাদ। বিশ্বকাপ বাছাইয়ে খেলতে পারছেন না মেসি।

২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের দল দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। দলে মেসি ছাড়াও নেই গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি ও ডিফেন্ডার মার্কোস আকুনা। জায়গা হয়নি ফরোয়ার্ড পাওলো দিবালারও।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন কয়েকজন। এর মধ্যে আছেন গিলানো সিমেওনে। লাৎসিওর ২৫ বছর বয়সী ফরোয়ার্ড ভালেন্তিন কাস্তেয়ানোস। আল কাদসিয়াহর মিডফিল্ডার এসেকিয়েল ফার্নান্দেজও অপেক্ষায় আছেন জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর।

আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর কলম্বিয়ার মাঠে খেলবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা। এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ১০ দলের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা।

চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ওয়াল্টার বেনিতেজ (পিএসভি আইন্দহোভেন), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), হুয়ান মুসো (আটালান্টা)

ডিফেন্ডার: গনজালো মন্টিয়েল (সেভিয়া), নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), হেরমান পেস্সেইয়া (রিভার প্লেট), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্ডি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)।

মিডফিল্ডার: ভালেন্তিন বার্কো (ব্রাইটন), লিয়ান্দ্রো পারেদেস (রোমা), গিদো রদ্রিগেস (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), আলেক্সিস ম্যাক আলিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), এসেকিয়েল ফার্নান্দেজ (আল কাদসিয়াহ), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ)

ফরোয়ার্ড: নিকোলাস গনজালেজ (ফিওরেন্তিনা), আলেসান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), মাতিয়াস সুলে (রোমা), গিলানো সিমেওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), ভালেন্তিন কারবোনি (অলিম্পিক মার্সেই), জুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো  মাদ্রিদ), লাওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), ভালেন্তিন কাস্তেয়ানোস (লাৎসিও)

উপরে