প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৪ ২২:০০

ঐতিহাসিক জয় আন্দোলনে শহীদদের উৎসর্গ করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
ঐতিহাসিক জয় আন্দোলনে শহীদদের উৎসর্গ করল বাংলাদেশ

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ। এমন দুঃসময়ে কিছুটা হলেও আনন্দ এনে দিয়েছেন সাকিব-মিরাজরা। প্রথমবারের মতো টেস্টে হারিয়েছে পাকিস্তানকে। তাও আবার তাদেরই মাটিতে। এমন ঐতিহাসিক জয় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের উদ্দেশে উৎসর্গ করল বাংলাদেশ।

আজ রোববার (২৫ আগস্ট) রাওয়ালপিন্ডি টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপকের অনুমতি নিয়ে বাংলায় শান্ত বলেন, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই প্রাণ হারিয়েছেন। এই জয়টা আমরা তাদেরকেই উৎসর্গ করছি।’

ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো পাকিস্তানের রাওয়ালপিন্ডি। পাঞ্জাব প্রদেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম জয়ের ইতিহাস তৈরি করলো বাংলাদেশ। শুধু জয় বললে ভুল হবে। এই ম্যাচে তাদেরই মাটিতে পাকিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করে ছেড়েছে সফরকারীরা। জয়ের জন্য মাত্র ৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেটের বিশাল জয়টি পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম।

এর আগে ২০০১ সাল থেকে পাকিস্তানের ১৩টি টেস্ট ম্যাচ খেললেও জয় পায়নি বাংলাদেশ। অবশেষে আজ রোববার ২৪ বছরের অপেক্ষা ঘুচলো বাংলাদেশের। এই ম্যাচে একটি দুর্দান্ত রেকর্ডও করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে মাত্র ১৪৬ রানে অলআউট করে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে টেস্টে এটিই পাকিস্তানের সর্বনিম্ম স্কোর। এর আগে ২০০৩ সালে মুলতানে টাইগারদের কাছে ১৭৫ রানে অলআউট হয়েছিল পাকিস্তান।

উপরে