প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৪ ১৩:১১

ফাইনালের টিকিট পেতে দুপুরে ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
ফাইনালের টিকিট পেতে দুপুরে ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ ভুটানের মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ দুপুর ১টা ৪৫ মিনিটে।

সাফের গত আসরে ভুটানকে ৮ গোল দিয়ে আসরের ফাইনালে পা রেখেছিল বাংলাদেশ। তবে সেই দলের সঙ্গে বর্তমান এই দলের পার্থক্য অনেক। গ্রুপপর্বে একটি ম্যাচেও হারেনি তারা। নেপালের বিপক্ষে গোল শূন্য ড্র’য়ের পর সবশেষ দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭টি গোল দিয়েছে তারা। এমন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে তাই সতর্ক থাকতেই হচ্ছে বাংলাদেশ দলকে।

তবে ম্যাচের আগে পিটার বাটলারের দলকে আত্মবিশ্বাস যোগাচ্ছে সবশেষ ম্যাচে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে হারানো। সে ম্যাচে ৩-১ গোলে ভারতকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। তবে ভুটানকে নিয়ে বেশ সর্তক বাংলাদেশ।

ম্যাচের আগে গণমাধ্যমকে মারিয়া মান্দা বলেন, ‘আমরা যে ভুটানের সঙ্গে খেলব, সেই ভুটান আর আগের ভুটানের মধ্যে তফাত অনেক। আমাদের সে অনুযায়ী প্রস্তুতিও রয়েছে। চেষ্টা করব, নিজেদের সেরাটা দিয়ে খেলার। কোনোমতে তাদের দুর্বল ভাবার উপায় নেই। সেক্ষেত্রে ভালো করতে হলে সব পজিশনে আমাদের গুরুত্ব দিয়ে খেলতে হবে। তবে এটা ঠিক, আমরা এবার কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি। সেটা নিয়ে শুরুর দিকে একটু দুশ্চিন্তা থাকলেও পরে কেটে গেছে।’

মারিয়ার কথায় ভুটান নিয়ে কিছুটা চিন্তার ছাপ। অতীত পরিসংখ্যান বলছে ভুটানের চেয়ে বাংলাদেশ অনেকটা এগিয়ে। এখন পর্যন্ত সব মিলিয়ে ছয়বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে একবারও জিততে পারেনি ভুটান। আজ দশরথে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য এমন ঝলমলে অতীতই হতে পারে এগিয়ে যাওয়ার প্রেরণা।

একই দিন সাফের দ্বিতীয় সেমিফাইনালে ভারত খেলবে নেপালের বিপক্ষে। বাংলাদেশের কাছে হেরে কিছুটা চাপে ভারত। অন্যদিকে নেপাল আছে দারুণ ছন্দে। ম্যাচটা যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তা বলাই যায়।

উপরে