বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল আয়ারল্যান্ড
শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজে তারা ২-০ ব্যবধানে এগিয়ে।
সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের শেষ টি-টোয়েন্টি শুরু হয়েছে। প্রথম দুই ম্যাচে অতিথিরা আগে ব্যাটিং করেছিল। এবার ম্যাচটা সকালে শুরু হওয়াতেই বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। উইকেটের সুবিধা কাজে লাগাতে চায় তারা।
ওয়ানডে সিরিজে দাপট দেখিয়ে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট পেয়েছে নিগার সুলতানার দল। কিন্তু টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স ইউ-টার্ণ। প্রথম ম্যাচে লড়াই করে হারলেও দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড নিজেদের শক্তি দেখিয়েছে। তাতে হোয়াইটওয়াশ করার সুযোগ তৈরি হয়েছে।
আজকের ম্যাচটা প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে এমনটা আশা করাই যায়।ওয়ানডের প্রতিশোধ টি-টোয়েন্টি দিয়ে নিতে পারবে অতিথিরা?