প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪ ২০:৫০

নতুন ক্লাবে যাচ্ছেন নেইমার

অনলাইন ডেস্ক
নতুন ক্লাবে যাচ্ছেন নেইমার

ইনজুরির সঙ্গে নিয়ত লড়াই করা নেইমার দ্য সিলভা জুনিয়র কোথায় যাচ্ছেন? এটা এখন ফুটবলপ্রেমীদের নিত্যদিনের প্রশ্ন। সেই প্রশ্নের আগ্রহ আরও বাড়িয়েছে নেইমারের শৈশবের ক্লাব সান্তোসে যাওয়ার গুঞ্জন। কিন্তু না, নেইমার এখনই ফিরছেন না ব্রাজিলে। তার আগে তিনি আমেরিকায় খেলতে চান।

মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন নেইমার। এমনই গুঞ্জন এখন আকাশে-বাতাসে। অবশ্য সেটার বেশ কিছু কারণও রয়েছে।

নেইমার ব্রাজিলে না ফিরে আরও কিছুদিন ফুটবলের রোমাঞ্চে ডুব দিতে চান। সে কারণেই তিনি মায়ামিতে যোগ দিতে চাচ্ছেন। আবার একত্রিত হতে চাচ্ছেন লিওনেল মেসির সঙ্গে। স্কাই স্পোর্টস সুইজারল্যান্ডের দাবি, নেইমার ইতোমধ্যে মায়ামিতে যোগ দেওয়ার বিষয়টি তার কাছের মানুষজনকে জানিয়ে দিয়েছেন।

প্যারিস সেন্ত জার্মেইর অধ্যায় শেষে নেইমার মোটা অঙ্কের টাকায় যোগ দেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। তার এই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হয়েছিলেন। অবশ্য সৌদি আরবে তার ফুটবল ক্যারিয়ার প্রত্যাশামতো হয়নি। একের পর এক ইনজুরিতে পড়ে নিজের কারিশমা দেখাতে পারেননি। সে কারণেই তিনি এবার এশিয়া ছেড়ে আমেরিকা মহাদেশ মাতাতে যেতে চান

নেইমারের ট্যালেন্ট ও ক্রিয়েটিভিটি, অ্যাটাকিং ফুটবল খেলার মানসিকতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও মিডিয়ার আগ্রহের বিষয়টি বিবেচনা করে মায়ামিও তাকে লুফে নিতে প্রস্তুত। তার আগমনে মায়ামিতে আরও তারকা ফুটবলারদের আসার সম্ভাবনার দ্বার আরও উন্মুক্ত হবে।

উপরে