জোড়াতালির একাদশ নিয়ে চরম বিপদে মোহামেডান

মোহামেডানের সেরা একাদশের সাতজন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহিদুল ইসলাম অংকন, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও তাওহিদ হৃদয় দলে নেই।
তাদের মধ্যে নিয়মিত অধিনায়ক তামিম, অংকন, মিরাজ, তাইজুল ও হৃদয় এবারের লিগে দলের সেরা পারফরমার। এতগুলো কার্যকর পারফরমার না থাকা মানেই শক্তির ৬০ ভাগেরও বেশি কমে যাওয়া। নির্ভরযোগ্য এসব পারফরমারদের বাদ দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে মোহামেডান কী করতে পারবে?
অতিবড় মোহামেডান সমর্থকও তা নিয়ে ছিলেন সংশয়ে। উপায়ও ছিল না। মোহামেডানের দল সাজানোই কঠিন হয়ে পড়েছিল। পেসার মোস্তাফিজুর রহমান, মারকুটে টপঅর্ডার তৌফিক তুষার, বাঁহাতি স্পিনার নাবিল সামাদ ও মিডলঅর্ডার কাম অফস্পিনার ফরহাদ হোসেনকে শেষ মুহূর্তে দলে টেনেছে সাদা কালোরা।
আজ বৃহস্পতিবার সুপার লিগের নিজেদের প্রথম ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে নতুন করে দলে আসা ৩ জন- মোস্তাফিজ, তৌফিক তুষার ও ফরহাদ হোসেনকে নিয়ে জোড়াতালি দিয়ে একাদশে রেখে সাজাতে বাধ্য হয়েছে মোহামেডান।
পুরো লিগে খেলার বাইরে থাকা পারফরমার দিয়ে দল সাজিয়ে সুপার লিগে ভালো করা সহজ কাজ নয়। মাঠে নেমে সাদা-কালোরা পারেনিও।
বৃহস্পতিবার শেরে বাংলায় লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে চরম বিপাকে পড়েছে মোহামেডান। টস হেরে আগে ব্যাট করতে নেমে সাদা-কালোদের সে কি করুণ অবস্থা! মাত্র ১০০ রানে ৭ উইকেট নেই।
রাউন্ড রবিন লিগে রান করাদের কেউ নেই, তা আগেই জানা ছিল। বাকিদের মধ্যে দল তাকিয়ে ছিল রনি তালুকদার, মাহমুদউল্লাহ রিয়াদ ও আগের ম্যাচে আবাহনীর বিপক্ষে দারুণ সেঞ্চুরি করা আনিসুল ইসলাম ইমনের দিকে। ইমন একা ৩৪ বলে ৩৫ রানের (৭ বাউন্ডারি) ইনিংস খেললেও বাকি কেউ রান পাননি।
রনি তালুকদার (০), তৌফিক তুষার (১৮), অভিজ্ঞ মাহমুদউল্লাহ (১২), ফরহাদ হোসেন (১৫), আরাফাত জুনিয়র (২) ও নাসুম আহমেদ (০) চরম ব্যর্থতার পরিচয় দিলে মোহামেডানের বিপর্যয় ঘনীভূত হয়।
এদিকে মোহামেডান যখন চরম বিপাকে, ঠিক তখনই বৃষ্টি নামে। বৃষ্টিতে খেলা বন্ধর সময় মোহামেডানের স্কোর ৭ উইকেটে ১১৭। আরিফুল ইসলাম ১৬ আর আবু হায়দার রনি ৭ রানে ব্যাট করছেন।
লিজেন্ডস অব রূপগঞ্জের বাঁহাতি স্পিনার তানভির মোহামেডানের বিপর্যয় ডেকে এনেছেন। প্রথম ওভারে ওপেনার তৌফিক তুষার ও ওয়ান ডাউন রনি তালুকদারকে আউট করে মোহামেডানকে ব্যাকফুটে ঠেলে দেন তানভির। সে ধাক্কা সামলাতে পারেনি সাদা-কালোরা।
তারপর পেসার চৌধুরী মোহাম্মদ রেজওয়ানও দুই ওভারের ব্যবধানে আনিসুল ইসলাম ইমন ও জুনিয়র আরাফাত সানিকে ফিরিয়ে দিলে মোহামেডান চরম বিপদে পড়ে।
একটানা প্রায় পৌনে এক ঘণ্টার বেশি সময় বৃষ্টিতে হোম অব ক্রিকেটের মাঠ ভিজে একাকার। তবে আশার কথা, ঘণ্টা খানেক পর বৃষ্টি থেমেছে। আকাশও মেঘমুক্ত। বৃষ্টি কমার পর মাঠ খেলা উপযোগী করতেও সময় লাগবে।
শেরে বাংলার পানি নিষ্কাশন ব্যবস্থা বরাবরই ভালো। তারপরও মাঠে কয়েক জায়গায় পানি জমে আছে। সে পানি সরানো এবং মাঠ শুকাতে সময়তো লাগবেই। তারপরও ধরে নেওয়া হচ্ছে, আর বৃষ্টি না আসলে যায় ঘণ্টা দেড়েক পর খেলা শুরু হতে পারে।