প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯ ১৬:৫৬

বগুড়ায় গাক যুক্ত হলো ভয়েস বেজড ডাটা ইনপুট সিস্টেমে

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় গাক যুক্ত হলো ভয়েস বেজড ডাটা ইনপুট সিস্টেমে

বগুড়ায় গ্রাম উন্নয়ন কর্ম নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে ঢাকার হিসাব লিমিটেড এর একটি আধুনিক প্রযুক্তি ব্যবহারের চুক্তি সম্পাদন করা হয়েছে। আধুনিক এ প্রযুক্তিটি হিসাব লিমিটেড উদ্ভাবন করেছে। প্রযুক্তিটির নাম ভয়েস বেজড ডাটা ইনপুট সিস্টেম।

আজ মঙ্গলবার দুপুরে এই প্রযুক্তি চালু করার মধ্য দিয়ে কোনো প্রকার ইন্টারনেট, স্মার্টফোন, এ্যাপস ছাড়াই এ প্রযুক্তিতে শুধুমাত্র টেলিফোনে কথা বললেই তা কম্পিউটারে সংযুক্ত হয়ে যাবে। ফলে  ‍দু’ঘন্টার কাজ ২ মিনিটেই সম্পন্ন করা সম্ভব। এই আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত হতে পেরে গ্রাম উন্নয়ন কর্মের পরিচালক হাসকিল মো: আবু হাসান (কবির) জানালেন, এখন থেকে আমরা দ্রুতই সব কাজ সম্পন্ন করতে পারব। তিনি জানান, এই প্রযুক্তি তার প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আগামীতে তার সকল কর্মী প্রতিষ্ঠানের তিন লাখ সদস্যকে দ্রুতই জানিয়ে দিতে পারবে কার কতটুকু দেনা পাওনা রয়েছে।

উপরে