প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:১৬

এক হাজার কোটি টাকা দিল গ্রামীণফোন

অনলাইন ডেস্ক

এক হাজার কোটি টাকা দিল গ্রামীণফোন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা দিয়েছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। আজ রোববার বিকেল সাড়ে ৩টার পর বিটিআরসির চেয়ারম্যানের কাছে গ্রামীণফোনের কর্মকর্তারা এ টাকার চেক হস্তান্তর করেন।

গত শুক্রবার এক বিবৃতিতে এ টাকা দেওয়ার তথ্য জানায় গ্রামীণফোন। সেখানে বলা হয়, গ্রামীণফোন বাংলাদেশের আইনি পদ্ধতিকে সম্মান করে। সেই সঙ্গে বিটিআরসির ‘চাপ’ থেকে আদালতের সুরক্ষাও প্রত্যাশা করেছে গ্রামীণফোন।

উল্লেখ্য, বিটিআরসির নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে গ্রামীণফোনকে সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে ১০০০ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

উপরে