জিমেইলে পুরোনো মেইল খোঁজা এখন আরো সহজ
পুরোনো মেইল খুঁজে পাওয়া বেশ ঝামেলাই বটে। এতে প্রায়শই ব্যবহারকারীদের অনেক বেগ পেতে হয়। যদিও জিমেইলে পুরোনো মেইল খুঁজতে আপনি সার্চ অপারেটর ব্যবহার করতে পারেন। কিন্তু সার্চ অপারেটরগুলোর ব্যবহার সম্পর্কে অনেকেই জানে না।
জিমেইলের সার্চ অপারেটরগুলো এখনও বিভিন্ন ধরনের সার্চ ফিল্টারের সেবা দেয়। তবে এগুলো কার্যকরভাবে ব্যবহার করতে আপনাকে এদের ব্যবহার প্রণালী বিস্তারিত জানতে হবে। আর প্রায় ৩০টির মতো সার্চ ফিল্টার সম্পর্কে বিস্তারিত জানা মোটেও সহজ কোনো কাজ নয়। তাই জিমেইলের নতুন সার্চ ফিচারটির মাধ্যমে পুরোনো মেইল সার্চ করাটা এবার অনেকটাই সহজ হবে।
গুগল বর্তমানে শুধুমাত্র জি স্যুট গ্রাহকদের জন্য এই সার্চ ফিচারটি চালু করেছে। টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, জি স্যুটে সম্পূর্ণরুপে চালু হওয়ার পরই গুগল সব জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারটি উন্মুক্ত করবে।