নতুন লোগোতে মেসেঞ্জার, যুক্ত হচ্ছে যেসব ফিচার

ফেসবুক মেসেঞ্জারের লোগোসহ বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে ফেসবুক। আগের সাদা-নীল লোগোতে নতুন কিছু রং যুক্ত হয়েছে। নতুন করে যুক্ত হয়েছে চ্যাট থিম ও চ্যাট কালার।
মার্কিন গণমাধ্যম মেশাবল ডটকমের খবর, মেসেঞ্জারে খুব শিগগির যুক্ত হতে যাচ্ছে সেলফি স্টিকার এবং ভ্যানিশিং মোডসহ নতুন আরো বেশ কিছু ফিচার।
ফেসবুক বলছে, শুধু লোগো পরিবর্তন নয়, সাম্প্রতিক মাসগুলোতে মেসেঞ্জারে নতুন চ্যাট রুমগুলো, বন্ধুদের সঙ্গে একত্রে ভিডিও দেখা এবং ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত করা একাধিক নতুন ফিচার যুক্ত হয়েছে। আসন্ন ফিচারগুলো ব্যবহারকারীদের কাছে আরো জনপ্রিয় করবে মেসেঞ্জারকে।
বার্তা আদান-প্রদানের ফেসবুক প্রথমে ‘ফেসবুক চ্যাট’ শুরু করে। ২০১০ সালে পরিষেবাটিকে আরো নবরূপে সূচিত করে, এরপর ২০১১ সালের আগস্টে ‘মেসেঞ্জার’ শিরোনামে আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপ উন্মুক্ত করে।