অ্যাপলের ৩০০ মিলিয়ন ডলার জরিমানা

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল জরিমানার কবলে পড়েছে। নির্দিষ্ট ওয়্যারলেস প্যাটেন্ট ব্যবহার করার দায়ে ৩০০ মিলিয়ন ডলার জরিমানা পরিশোধ করতে হবে প্রতিষ্ঠানটিকে। টেক্সাসের আদালত অ্যাপলকে এ জরিমানা করেছে।
আইফোন এবং আইপ্যাডের মতো ডিভাইসে এলটিই সেলুলার সার্ভিস সম্পর্কিত প্যাটেন্ট লাইসেন্স ছাড়াই ব্যবহার করার দায়ে অ্যাপলকে এ জরিমানা করা হয়েছে।
এর আগেও আরেকজন বিচারক গত বছর ৫০৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছিলেন। তবে সে সময়ে এ জরিমানাটি স্টান্ডার্ডভিত্তিক প্যাটেন্টের জন্য যুক্তিযুক্ত ছিল না বলে বিবেচনা করে নতুন এ জরিমানা করা হয়েছে।
যুক্তরাজ্যেও অ্যাপলের বিরুদ্ধে মামলা লড়ছে অপটিস, যেখানে তারা বিশ্বব্যাপী রয়্যালিটি রেট সর্বোচ্চ সাত বিলিয়ন ডলার নির্ধারণের আশা করছে। অপটিসের প্যাটেন্ট মূলত এলজি, প্যানাসনিক ও স্যামসাংয়ের মতো অন্যান্য কোম্পানি থেকে আসে। অ্যাপল অবশ্য এখনো মামলাটি লড়ে যেতে চায়।
প্রযুক্তি জায়ান্টটির অভিযোগ, কেনা প্যাটেন্ট ব্যবহারের বিরুদ্ধে মামলা করে কোম্পানিটি টিকে আছে। প্যাটেন্টের জন্য অযুক্তিক পেমেন্ট গ্রহণে অপটিসের এ কার্যক্রমকে বন্ধ করতে চায় অ্যাপল।